Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হাঁসের খামারে ফাঁদ পেতে বাঘ আটক

স্টাফ রিপোর্টর ॥ নবীগঞ্জে ফাঁদ পেতে একটি মেছো বাঘ আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত শেষ রাতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের আলা উদ্দিনের বাড়িতে হাঁসের খামারে ফাঁদ পেতে বাঘটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বনকাদিপুর গ্রামের আলা উদ্দিনের বাড়িতে তার একটি হাঁসের খামার রয়েছে। খামারটি দেখা শুনা করেন তার ছেলে মাহমদ আলী। মাহমদ আলী প্রতিদিন সকালে ফার্মে গিয়ে হাঁসের সংখ্যা কম দেখতে পান। এতে মাহমদ আলীর ধারণা জন্মে যে, কোন জন্তু জানোয়ার তার খামারে হানা দিয়ে হাঁস খেয়ে ফেলছে। গত শুক্রবার রাতে তিনি লোহার খাঁচা বানিয়ে ফাঁদ পেতে খামারের পাশে রাখেন। রাত ২ টার দিকে বাঘটি ওই খাঁচার ভিতরে ঢুকে আটকা পড়ে। বাঘ আটকের খবরটি জানাজানি হলে এলাকার শত শত উৎসুক জনতা বাঘটিকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়।
এদিকে এ খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে বণ্য ও প্রাণি মন্ত্রণালয়ের মৌলভীবাজার জেলার বিট অফিসার মোনাইম হোসেনের নেতৃত্বে কয়েকজন কর্মকর্তা ওই বাড়িতে আসলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবু সাঈদ এওলা মিয়া বাঘটি তাদের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, ইতিপূর্বেও উপজেলার উক্ত দীঘলবাক এলাকায় একই কায়দায় বাঘ আটক করা হয়েছে।