Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে ট্রেন ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ২ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মহাশয়ের বাজারের নিকট রেলক্রসিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ দুই আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আটক ডাকাতরা হল, উপজেলার হাফিজপুর নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের পুত্র ডাকাত জামাল মিয়া (২৫), দওপাড়া গ্রামের চেরাগ আলীর পুত্র মোশাহিদ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, ৪টি মোবাইল, ৪টি রামদা, ১টি কুড়ালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাদের নেতৃত্বে একদল ডাকাত মহাশয়ের বাজার ক্রসিংয়ের নিকট ট্রেন ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় গোপন সুত্রে খবর পেয়ে হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে একদল ডিবি পুলিশ উপজেলার মহাশয়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় অপর ডাকাতরা পালিয়ে যায়।
সহকারি পুলিশ সুপার জানান, ডাকাতির চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালাই। এ সময় প্রায় ২০টি ডাকাতি মামলার আসামী জামালসহ দুইজনকে আটক করা হয়। তিনি জানান, জামালের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া নারায়নগঞ্জ, ব্রানবাড়িয়াসহ বিভিন্ন জেলায় আরো কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।