Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাবা শরীফ অবমাননা ও নিরীহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে বানিয়াচংয়ে সভা

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বি-বাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড়া গ্রামের রসরাজ দাস কর্তৃক বিশ্ব মুসলমানের কেবলা পবিত্র কাবা শরীফে শিবমূর্তি স্থাপন করে ফেসবুকে আপলোড দিয়ে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে হিন্দু সংখ্যালঘু ও তাদের মন্দিরে হামলার তীব্র নিন্দা ও দোষী যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বানিয়াচং এর সর্বস্তরের উলামায়ে কেরাম। গতকাল শুক্রবার মাওলানা আব্দুল বাছিত আজাদ এর সভাপতিত্বে সকাল ৮ টায় স্থানীয় বড় বাজারে বানিয়াচং এর সর্বস্তরের উলামায়ে কেরামের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে যে বা যারা নাসিরনগর ও মাধবপুরে হিন্দু সংখ্যালঘুদের মন্দিরে ও স্থাপনায় হামলা করেছে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তারা নিরীহ, নিরাপরাধ জনসাধারণ যেন কোন মামলা-হামলার শিকার না হন সে ব্যাপারেও প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন। তারা ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত দায়ী ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত না করে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে দেয়া হলে তথা নিরপরাধ আলেম-উলামা ও ইসলামী শিক্ ষা প্রতিষ্ঠানকে অযথা হয়রানি করে পরিস্থিতিকে ঘোলাটে করলে সারা দেশে যে গণ-বিস্ফোরণ সৃষ্টি হবে তার জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে বলে উপস্থিত উলামাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন। উক্ত সভায় উল্লেখযাগ্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খান, মাওঃ আব্দুল ওয়াদুদ, কাজী মাওঃ আতাউর রহমান, মাওঃ মুখলিছুর রহমান, মাওঃ গোলাম কাদির, মাওঃ আব্দুল জলিল ইউসূফী, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ মঈনুদ্দিন, মাওঃ মশিউর রহমান, মাওঃ রওশন ইজদানী, মাওঃ মুবাশ্বির আহমদ, মাওঃ সাদিক আহমদ, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ ইয়াহইয়া, মাওঃ আখতার হুসাইন, মুফতি আমীর আহমদ, মাওঃ বশীর আহমদ প্রমুখ।