Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিভিন্ন স্থানে মন্দিরে ভাংচুর লুটপাটের প্রতিবাদে শহরে পূজা উদযাপন পরিষদের মানবন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর ও মনতলা এবং মৌলভীবাজার জেলার কামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মঠ-মন্দিরে ভাংচুর, অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতিসাধন ও লুটপাটের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা ও পৌরশাখা হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানবন্ধন কর্মসূচী পালন করে। এতে উপস্থিত নেতৃবৃন্দ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণসহ বিশ্ববিবেকের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তায় এবং দেশের নাগরিক হিসাবে আত্মমর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার দাবি করেন। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কাগুজে বক্তব্যসহ নির্বাচনী সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার না করে তাদের প্রতি এহেন অত্যাচারের বিচার কার্যে সহযোগী হিসেবে সহযোগিতা করার জন্য সকল মহলের সহায়তা কামনা করা হয়। সুধাংশু সূত্রধরের সঞ্চালনায় ও এড. পূণ্যব্রত চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ পার্থ প্রতিম দাশ, পৌর শাখার সভাপতি পিযুষ চক্রবর্ত্তী, এডঃ সুধাংশ সূত্রধর, বিশ্বজিত বণিক, নিতেন্দ্র সূত্রধর, বনবিহারী রায় প্রমুখ।