Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে দুই গোষ্ঠির সংঘর্ষে আহত শতাধিক ॥ বার বার থানায় অবহিত করলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে দুই যুবকের বাকবিতন্ডাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মাঝে দুই ঘন্টা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে। এতে মহিলাসহ উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়।
আহত সুত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন অফিসের ছাদে জোরপূর্বক উঠে আড্ডা দিয়ে হিরাই মিয়ার গোষ্টির পাবেল জুয়া খেলে। এর প্রতিবাদ করে আজগর মিয়ার গোষ্টির হাবিবুর রহমান। এ জের ধরে জুয়ারীরা হাবিুবর রহমানকে অপমান করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। দুই গোষ্টির লোকজনকে খবর দিয়ে বাড়ি নিয়ে আসা হয়। খবর পেয়ে গত মঙ্গলবার রাতে সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুজিবুর রহমান গ্রামে গিয়ে উভয় গোষ্ঠিকে নোটিশ দেন।

এর মাঝে উভয় পক্ষের লোকজন গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে একে অপরের উপর হামলা-পাল্টা চালায়। এ সময় বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতরা অভিযোগ করেন ২/৩ দিন ধরে উভয় পক্ষ সংঘর্ষের প্রন্তুতি নিচ্ছিল। এ খবর বার বার বানিয়াচং থানা পুলিশকে অবগত করার পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি।
২ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৪৫), আব্দুল হাশিম (৪০), আব্দুর রহমান (৪৮), শেলী বেগম (৩২), আশিক মিয়া (৪০), ময়না মিয়া (২০), লুকু মিয়া (৩০), আব্দুল্লাহ (৩০), কাজল মিয়া (২০), সাদেক মিয়া (৪৮), আনোয়ার মিয়া (৪৮), শফিক মিয়া (৪৫), শিশু মিয়া (২০), তফসির মিয়া (২০), লিফনা আক্তার (২০), আব্দুল হামিদ (৩০), আব্দুর রহিম (৫০), ভিংরাজ (৩০), আনোয়ারা বেগম (৩০), আব্দুস সহিদ (৩০), জমির আলী (৪০), নাসির মিয়া (২০) ও তালেব মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ আব্দুল কাইয়ূম, আব্দুল হাশিম, শেলী বেগম ও জলফু মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, খবর পেয়ে সুজাতপুর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।