Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানী ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আব্দুল মোহিত নামের এক দোকানদারকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডাপ্রাপ্ত আব্দুল মোহিত নবীগঞ্জ সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি ৪ সন্তানের জনক। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের রসুলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের দোকানে ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রসূলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ওই ছাত্রী গতকাল সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী রসূলগঞ্জ বাজারে আব্দুল মোহিতের মুদির দোকানে ডাল আনতে যায়। এ সময় দোকানদার আব্দুল মোহিত ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে তার বাবাকে ঘটনাটি জানায়। তার বাবা সাথে সাথে দোকানে ছুটে যান। এদিকে দোকানদার মোহিত ঘটনার পরপরই দোকান বন্ধ করে পালিয়ে যায়। এরপর স্কুল ছাত্রীর পিতা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথকে জানান। অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষনিক থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীসহ একদল পুলিশ নিয়ে তার বাড়িতে গিয়ে অভিযুক্ত আব্দুল মোহিতকে আটক করে নিয়ে আসেন। পরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ব্যবসায়ী আব্দুল মোহিতের স্বীকারোক্তিতে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জীতেন্দ্র কুমার নাথ। পরে থাকে জেল হাজতে প্রেরণ করা হয়।