Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রতারণার আশ্রয় নিয়ে শহরে ভিশন ইলেক্ট্রনিক্সের পন্য বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণার আশ্রয় নিয়ে লটারীর মাধ্যমে বিজয়ীদের নিকট নিম্নমানের পন্য কম দামে বিক্রি করার অভিযোগ করেছেন শহরের ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীরা। ২৫ জন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী স্বাক্ষরিত অভিযোগপত্রটি গতকাল চেম্বার সভাপতি মোতাচ্ছিরুল ইসলামের নিকট প্রদান করেন।
অভিযোগে বলা হয়, বিগত কয়েকমাস যাবৎ কিছু প্রতারক চক্র সম্পূর্ণ বেআইনী ভাবে লটারী চালু করে। তারা হবিগঞ্জ শহরের ভিশন ইলেক্ট্রনিক্স, জেনারেল ইলেক্ট্রনিক্স ও নাসির মার্কেটে অবস্থিত ইলেক্ট্রনিক্স দোকানের সহযোগিতায় নিম্নমানের পন্য বাজারজাত করে আসছে। এর মাধ্যমে সাধারণ জনগণকে ধোকা দেয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীরা ক্ষতির সম্মূখিন হচ্ছেন। এ অবস্থায় অনুমতিবিহীন লটারী বন্ধে ব্যবাসায়ীগন অনুরোধ জানান।
অভিযোগ প্রদানের সময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, দুলাল সূত্রধর, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ দেওয়ান মিয়া প্রমুখ।