Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মন্দিরের ইট-পাটকেল নিক্ষেপ ও গেইট ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের ॥ আটক ২

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা সদরের ঝুলন ও কালি মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ ও গেইট ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে এ মামলাটি দায়ের করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মৌজপুর এলাকা থেকে লাহু মিয়া ও আব্দুল হককে আটক করেছে। অপর দিকে সকালে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইন শৃংখলা কমিটির মিটিং করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, যে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিনবেড় গ্রামের রসরাজ দাস নামে এক যুবক পবিত্র কাবা শরীফের ছবির উপর শিব মুর্তি স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে আপলোড করার প্রতিবাদে উপজেলা আহলে সুন্নাতওয়াল জামাত প্রতিবাদ সভা করেন। সভা চলাকালে কিছু যুবক মন্দিরের গেইট ভাংচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করেন।