Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পরিবহন মালিক সমিতির নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অন্তর্ভূক্ত হবিগঞ্জ জেলা ফোর ষ্টোক (অটোরিক্সা) হিউম্যান হলার মালিক সমিতি- রেজিঃ নং- ১৭/১৮১ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের আফতাব মিয়ার পুত্র ওয়াইস মিয়া (৪২) এর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ করেছে মালিক সমিতি। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় মালিক সমিতির প্রধান কার্যালয় আউশকান্দি অফিসে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মালিক সমিতির সভাপতি মোঃ মাসুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আশরাফ আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন-মৌলভীবাজার জেলা কার্যকরী পরিষদের অন্তর্ভূক্ত শেরপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আলী, সাধারণ সম্পাদক মোঃ ছবন আলী, হবিগঞ্জ বাস মালিক সমিতি আউশকান্দি ষ্ট্যান্ড এর ম্যানেজার হাজী রহমত মিয়া, হবিগঞ্জ জেলা ফোর ষ্টোক (অটোরিক্সা) হিউম্যান হলার মালিক সমিতির আউশকান্দি ষ্ট্যান্ড এর ম্যানেজার মোঃ দুদু মিয়া, নবীগঞ্জ শাখার পক্ষ থেকে হাজী আব্দুল মতিনসহ অন্যান্য মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। সভায় নেতবৃন্দ বলেন, একই গ্রামের মোঃ আব্দুল মালিক গ্রাম্য প্রতিহিংসার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার কন্যাকে ভিকটিম বানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত হবিগঞ্জে এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। মামলার আসামী মোঃ ওয়াইস মিয়া নিরপরাধ, নির্দোষ বলে দাবী করেন নেতৃবৃন্দ। তাই অনতিবিলম্বে এই এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। অন্যথায় মালিক শ্রমিক মিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী দেন। নেতৃবৃন্দ প্রশাসনের সুদৃষ্টিও কামনা করেন।