Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালের সামনে থেকে মক্ষীরাণী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের সামন থেকে বানিয়াচংয়ের আলোচিত গামছা বাহিনীর প্রধান মক্ষীরাণী পারভীন আক্তার পুতুল (৩৫) কে আবারো গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামের রাজমিস্ত্রি শওকত মিয়ার স্ত্রী ও বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার রাত ৮টায় সদর থানা পুলিশ সদর হাসপাতালের প্রধান ফটক থেকে তাকে আটক করে। পুলিশ জানায় সে গামছা বাহিনীর প্রধান নামে পরিচিত। মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। সম্প্রতি শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার আর্দশ পোশাক বিতানের মালিক আব্দুল মালেক, বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী সাহিদ মিয়া ও শ্রীমঙ্গল প্রিয়া মোটরসের মালিক আব্দুল করিমকে অপহরণ করে একটি নির্জন স্থানে আটকে মুক্তিপন দাবি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এ ব্যাপারে পুতুলের বিরুদ্ধে থানায় তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। পুতুল জানায় সে থানায় তার মেয়ে লাভলী আক্তারের মোবাইল নিতে এসেছিল।