Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শ্রমিক নেতার উপর দায়েরী মামলার প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলা শ্রমিক মালিক ঐক্য পরিষদ এর সভাপতি দিলশাদ এর উপর হয়রানী ও মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবীতে মহাসড়কের শহীদ কিবরিয়া চত্ত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল রবিবার সন্ধ্যায় আউশকান্দি মালিক সমিতির সভাপতি হাজী শাহনুর আলমের সভাপতিত্বে ও নবীগঞ্জ- আউশকান্দি শ্রমিক সংগঠনের সভাপতি খালেদ আহমদ জজ এর পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানা মালিক সমিতির সাধারণ সম্পাদক সবুজ মিয়া, হবিগঞ্জ ষ্ট্যান্ডের সভাপতি কাসেম আহমদ, ইমামবাড়ি-বানিয়াচং শ্রমিক সংগঠনের সভাপতি নুরুল আমীন, শ্রমিক মালিক পরিষদের সাধারণ সম্পাদক অনু আহমদ, সাংবাদিক এম এ আহমদ আজাদ, সাংবাদিক বুলবুল আহমদ, দেওতৈল সূর্য্য তরুন যুব সমবায় সমিতির সভাপতি মুজিবুর রহমান, সমাজ সেবক ছালিক মিয়া, আউশকান্দি শ্রমিক সমবায় সমিতির সাধারন সম্পাদক লিয়াক আলী খাঁন, লেচু মিয়া, তোফায়েল আহমদ সায়েদ, কালা মিয়া, হারুন মিয়া, লতিফ মিয়া, মিন্টু মিয়া চৌধুরী, আল আমিন, মকদুস মিয়া চৌধুরী, আলমদর মিয়া চৌধুরী, আমিনুল ইসলাম, রানা বাবু, শাহ নুহিম আহমদ, ইউপি সদস্য মুহিত মিয়া, ইউপি সদস্য বশির আহমদ, জামাল মিয়া, ফারছু মিয়া, মিছলু মিয়া, শিমুল আহমদ, রুহুল আমিন, মোস্তফা মিয়া, আবু বক্কর, ফারছু মিয়া, জুবেল মিয়া, মল্লিক মিয়া, খোকন মিয়া, জাহাঙ্গির মিয়া, নুনু মিয়া, নোমান মিয়া, মাঈদুল মিয়া, রাহান মিয়া, হালিম মিয়া, রিপন মিয়া প্রমূখ।
সভায় বক্তরা বলেন, শ্রমিক নেতা দিলশাদের উপর মিথ্যা ও বানোয়াট মামলা অনতিবিলম্বে প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচীর ডাক দেওয়া হবে। প্রায় ২২টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পরবর্তি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।