Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি আবু জাহিরের ঘোষণা ॥ ডাকাত ধরে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, চিহ্নিত ডাকাত ধরিয়ে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ও নিজামপুর ইউনিয়নের ১০ মহল্লার উদ্যোগে চুরি-ডাকাতি, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চোর, ডাকাতের অস্তিত্ব টের পেলে সাথে সাথে পুলিশে খবর দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
এ সময় এমপি আবু জাহির বলেন, বর্তমানে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় দেশ আজ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে। কিন্তু গোটা কয়েক দুস্কৃতিকারীর অপকর্মের কারণে সাধারণ জনগণ আজ অশান্তিতে ভোগছে। হবিগঞ্জের জনগণকে সাথে নিয়ে ওই দুস্কৃতিকারীদেরকে কঠোর হস্তে দমন করবে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমিও সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো। এ সময় তিনি কোন নিরীহ মানুষ যাতে হয়রাণীর শিকার না হয় সে ব্যাপারে নজর রাখতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
১০ গ্রামের মুরুব্বী মোঃ ফিরোজ আলীর সভাপতিত্বে ও রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন আব্দুর রউফ তালুকদার, মাওলানা আবুল ফজল, শেখ কুতুব উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ তাজউদ্দিন, মোঃ লুৎফুর রহমান, মোঃ মানিক মিয়া, হাজী মোঃ সফর আলী তালুকদার, রফিক মিয়া সর্দার, মোঃ আমজাদ আলী মাস্টার, ইউপি চেয়ারম্যান শেখ কামাল, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন তাজ, আবুল কালাম বাবুল, ডাঃ আইন উল্লাহ, কুলদীপ দাশ রাজু, বায়েছ খান, মারুফ, মুখলিছ মিয়া, বিল্লাল মিয়া, বাবুল খান, জহুর আলী প্রমুখ।
এর পূর্বে সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ৩৪ লাখ টাকা ব্যয়ে পাইকপাড়া থেকে নসরতপুর সড়ক মেরামত কাজের উদ্বোধন করেন।