Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা পরিষদ নির্বাচন সুষ্টু হবে কি-না সাধারণ মানুষ সংকিত-আতিকুর রহমান

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা আহ্বায়ক আতিকুর রহমান আতিক বলেছেন, জেলা পরিষদ নির্বাচন সুষ্টু হবে কি-না এ নিয়ে সাধারণ মানুষ ও ভোটাররা সংকিত। তিনি স্থানীয় সরকারের এ নির্বাচনটি নিরদলীয় ও সুষ্টু নিরপেক্ষ ভাবে সম্পন্নের ব্যবস্থা করলে হয়তো সকল দল অংশ গ্রহন করতো। কিন্তু ৫ জানুয়ারী নির্বাচন ও পরবর্তীতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন অনিয়মের কারণে সুষ্টু নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শংকা রয়েছে। তবে আমরা সরকারের কাছে সুষ্টু নির্বাচন ব্যবস্থার দাবি জানাচ্ছি। গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনাতনে হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন-পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া জাতীয় ছাত্র সমাজ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি শান্তি প্রিয় ছাত্র সংগঠন। এ সংগঠনে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান নেই। তাই সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে ছাত্র সমাজকে সুসংগঠিত করে সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্র সমাজ সংগঠিত হলে জাতীয় পার্টিও সংগঠিত হবে। তিনি সিলেটের কলেজ ছাত্রীকে খাদিজার উপর হামলার ঘটনায় জাতীয় পার্টির পক্ষ থেকে তীব্র নিন্দা জানান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা-সচিব গোলাম রাজু বলেন-এক সময় হবিগঞ্জের মরহুম অ্যাডভোকেট সামছুদ্দিন রানাসহ আরো কয়েকজন ছাত্র নেতা বাংলাদেশের ছাত্র রাজনৈতিতে নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু এখনও আর হবিগঞ্জের সে ধরণের ছাত্র নেতা নেই। বিভিন্ন রাজতৈনিক দলের ছাত্র নেতারা টেন্ডাবাজি ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। তিনি প্রকৃত ছাত্র রাজনৈতি ফিরে আনতে হলে কলেজগুলোতে আবারও ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হোক। জাতীয় ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা সভাপতির মোস্তাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে এবং বিপ্লব দেবের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তর‌্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব গোলাম মোঃ রাজু, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আব্দুল হামিদ ভাষানী, ছাত্র বিষয়ক সম্পাদক নোমান মিয়া। সম্মেলন উদ্বোধন করেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান। সম্মেলনে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন ছাত্র সমাজ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, মীর জিয়াউল জিয়া, তৌহিদুল ইসলাম তৌহিদ, প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দাল, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ তালেব আলী, রাবেয়া বেগম, রতœা বেগম, কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মোখলেছুর রহমান, ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক শাহ ইমরান লিপন ও কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক আমিনুল হক মোল্লা, জেলা গাজী মিজবাহ উদ্দিন। বক্তব্য রাখেন জেলা ছাত্র সমাজের সহ-সভাপতি এমএ মতিন চৌধুরী, চৌধুরী স্বপন, এমএম হেলাল, এম শাহাম্মদ আলী শান্ত, আলী মর্তুজা সাজু প্রমুখ। সম্মেলনে জুবায়েদ হোসেনকে সভাপতি, এমএ মতিন চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, মনিরুল ইসলাম মনির ও চৌধুরী স্বপনকে সহ-সভাপতি, বিপ্লব দেবকে সাধারণ সম্পাদক, জুনায়েদ আহমেদকে যুগ্ম আহ্বায়ক সাধারণ সম্পাদক ও আমিনুর রহমান মোনতাহারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে তাদের নাম ঘোষনা করেন কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজ সভাপতি সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান।