Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট পৌর শহরের রাস্তার বেহাল দশা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের রাস্তাগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। পৌর শহরের বেশীর ভাগ সড়কের পাকা রাস্তাগুলোর কার্পেটিং উঠে গেছে। পিচ উঠে যাওয়ায় এসব রাস্তা দিয়ে যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। চুনারুঘাট পৌরসভা, এলজিডি এবং হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে এসব রাস্তা কয়েক দফা জোরাতালি দিয়ে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অল্প কয়েকদিনের মধ্যে পিচ উঠে গিয়ে আগের অবস্থায় দাড়িয়েছে। বর্ষা মৌসুমের আগ থেকেই শহরের রাস্তাগুলো খারাপ হতে থাকে। সরজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ রাস্তা চুনারুঘাট-হবিগঞ্জ সড়ক, চুনারুঘাট-বাল্লা সড়ক, চুনারুঘাট-মাধুবপুর সড়ক, চুনারুঘাট- রাণীগাঁও সড়ক, চুনারুঘাট-সতং এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে। এসব রাস্তা দিয়ে অধিকাংশ যানবাহন ঝুকি নিয়ে চলছে এবং সড়কটি রাস্তার অবস্থা শোচনীয়। রাস্তার বেশির ভাগ অংশে ইট-পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ৪/৫ টি রাস্তা খুবই গুরুত্বপূর্ণ সড়ক। বর্ষা মৌসুম আসার আগেই এলজিডি কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে সংস্কারের মাধ্যমে যান চলাচলের উপযোগী হয়ে পরে। কিন্তু তা বেশী দিন টেকসই হয়নি। বর্তমানে রাস্তাগুলোর অবস্থা খুবই সুচনীয় হয়ে পড়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছেন ভুক্তভোগী জনসাধারণ।