Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিয়ানমারের মংডুতে ইয়াবার ৩৯ কারখানা, টার্গেট বাংলাদেশ

এক্সপ্রেস ডেস্ক ॥ মিয়ানমারের মংডুতে বাংলাদেশ সীমানার ১০ কিলোমিটার ভেতরের দিকে ৩৯টি ইয়াবার কারখানা রয়েছে। বাংলাদেশকে টার্গেট করেই সীমান্তের অদুরে এসব কারখানা তৈরি করেছে স্মাগলাররা। গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, নাফ নদী হয়ে সড়ক ও নৌপথে ১৫টি রুটে ইয়াবা বড়ি পাচার করা হচ্ছে। এখনো সমুদ্রপথে ঢুকছে লাখ লাখ ইয়াবার চালান। এসব চালান টেকনাফ, কক্সবাজার, উখিয়া হয়ে চট্টগ্রামে যায়। কিছু চালান সেন্ট মার্টিনস ও শাহপরীর দ্বীপ হয়ে পাচার হচ্ছে। ডাঙায় ওঠার আগেই ইয়াবার চালানগুলো ভাগ হয়ে যাচ্ছে। এসব চালানের দ্বিতীয় বাজার ঢাকা।
দেশে যে পরিমাণ মাদক ধরা পড়ে সেটা বিক্রি হওয়া মাদকের মাত্র ১০ শতাংশ। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ইউএনওডিসি সূত্রে এ তথ্য জানাগেছে। সে হিসেব গত বছর দেশে বিভিন্ন সংস্থা মিলে দুই কোটিরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সে হিসাবে, বাংলাদেশে প্রশাসনের চোখ এড়িয়ে উল্লেখিত সময় সেবনকারীদের হাতে প্রায় ১৮ কোটি ইয়াবা বড়ি পৌছে গেছে। দেশে মাদক কারবারির সংখ্যা জানা নেই খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কাছেই। সংশ্লিষ্ট কারোরই জানা নেই মাদকসেবীর সংখ্যাও।
সংশ্লিষ্ট কর্মকর্তারাই বলছেন, মাদক কারবার ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে তাদের সংখ্যা জানা গুরুত্বপূর্ণ। ১০ বছর আগের ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের এক তথ্যের ওপর ভিত্তি করে অনেকে দাবি করছেন, দেশে এখন মাদকসেবীর সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশে প্রায় এক লাখ পেশাদার মাদক কারবারি আছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাদক কারবারের কৌশল ও বাজার বেড়েছে। ইউএন ডিএনসির ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত আট বছরে দেশে ফেনসিডিলের চাহিদা কিছুটা কমলেও ইয়াবার বিস্তার বেড়েছে ৯ হাজার ১৪৯.৫ শতাংশ। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে এক বছরে বিস্তারের হার ২১১.২২ শতাংশ।