Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাধীনতার ৪৫ বছর পর বিদ্যুতের ছুয়া লাগছে নবীগঞ্জের ফরিদপুরে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ স্বাধীনতার প্রায় ৪৫ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে নবীগঞ্জের ফরিদপুর গ্রাম। সম্প্রতি ওই গ্রামের ২২৫টির বেশি পরিবার পেতে যাচ্ছে পল্লী বিদ্যুতের সংযোগ। প্রায় সোয়া ৪ কিলোমিটার। বিশেষ করে বিদ্যুতের অভাবে তাঁরা দুঃসহ জীবনযাপন করতেন। সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে থাকত পুরো গ্রাম। অন্ধকার থেকে মুক্তি পেতে যাচ্ছেন এখানকার মানুষ। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে বিদ্যুতের আলোয়। বিদ্যুতের কাজ শুরু হওয়ায় খুশিতে আত্মহারা ফরিদপুর বাসিন্দারা।
উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের পাশের গ্রাম দৌলতপুর ১৯৯৯ সালে বিদ্যুতায়ন করা হলেও ফরিদপুর গ্রামটি বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। ইদানিং আরেক পার্শ্ববর্তী ধর্মনগর গ্রামে বিদ্যুতায়ন করা হলেও ফরিদপুর গ্রামে হতাশা দেখা দেয়। ফরিদপুর গ্রামবাসী জানান, জন প্রতিনিধিরা স্বাধীনতার পর থেকেই আশ্বাস দিয়ে আসছেন বিদ্যুৎ সংযোগ করে দিবেন বলে। কিন্তু তা পরে ভুলে যান তারা। অবশেষে গত ইউপি নির্বাচনের পর থেকে বিদ্যুৎ সংযোগের দাবী গ্রামবাসী জোরালো ভাবে তুলে ধরেন। আর এ দাবী নিয়ে ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আব্দুল মুকিত জ্বালানী মন্ত্রীর বড় ভাইয়ের সহযোগিতা ও স্থানীয় সংসদ সদস্য এম এ মুমিন চৌধুরী বাবুর ডিও লেটার বিদ্যুৎ অফিসে দেওয়ার পর সম্প্রতি ওই গ্রামের ২২৫ পরিবার বিদ্যুতের আলো দেখার পথে। এলাকাবাসী জানান, এতদিন কেরোসিনের বাতি দিয়ে রাতের অন্ধকার ভুলে থাকতেন ফরিদপুর গ্রামের বাসিন্দারা। গ্রামটির অধিকাংশ পরিবার দরিদ্র। উন্নত প্রযুক্তির বাতি ব্যবহার করাও ছিল তাঁদের কাছে দুঃসাধ্য। বিদ্যুতের আশা করলেও তা কবে বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দিহান ছিলেন সবাই। অবশেষে সেই গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে। এব্যপারে দেবপাড়া ইউপি সদস্য আব্দুল মুকিত বলেন, অনেক চেষ্টার মধ্যে দিয়ে গ্রামবাসী বিদ্যুতের আলো দেখতে যাচ্ছেন। তিনি জানান, তার এ কাজে সহযোগিতা করেছেন জ্বালানী প্রতিমন্ত্রীর বড় ভাই ও এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।