Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জিকে গউছের মুক্তির দাবীতে গণমিছিল অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের উপড় দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও হবিগঞ্জ পৌরসভার বার বার নির্বাচিত জননন্দিত মেয়র আলহাজ্ব জি কে গউছের নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ শহরে মিছিলের প্রস্তুতিকালে পুলিশের বাঁধার মুখে পড়ে ছাত্রদলের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকালে বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ নিয়ে শহরের শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে গণমিছিলের প্রস্তুতিকালে নবীগঞ্জ থানা পুলিশ তাদের বাধা দেয়। এ সময় নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে কমিউনিটি সেন্টারের সামনে প্রতিবাদ সভায় মিলিত হন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহরম আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ, বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, সাজ্জাদ মিয়া, শাহ জাহান মিয়া, জামাল আহমেদ, মোঃ রাজু মিয়া, আব্দুল কদ্দুছ, রফিকুজ্জামান চৌধুরী তুহিন, আশরাফুল ইসলাম লিংকন, মোঃ আঙ্গুর মিয়া, মোঃ নুরুল আমিন, কুতুব উদ্দিন আহমেদ মাখন, রনজিৎ সরকার, আল আমীন চৌধুরী, ফরহাদ আহমেদ, কপিল আহমেদ, পাভেল মিয়া, হুমায়ূন আহমেদ, কাজল আহমেদ, জাকারিয়া আহমেদ, রাশেদ মিয়া, লিটন আহমেদ, সুহেদ আহমেদ, জোলন আহমেদ, জসীম উদ্দিন, সুমন আহমেদ, সাইফুর রহমান বাবু, রাহেল আহমেদ, নাঈম ইসলাম, রাকিব আহমেদ, প্লাবন আহমেদ, মোঃ বাবলু, মিজান আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, জাবেদ আহমেদ, মোশাহিদ আহমেদ, ফরহাদ হোসেন বাবু, সেলিম আহমেদ, জামিল আহমেদ, শিপন আহমেদ, আব্দুল আলীম, তোফায়েল আহমেদ, গোলাপ মিয়া, জাহিদ মিয়া, রুবেল আহমেদ, ফয়ছল আহমেদ, মোঃ হোমায়ূন, তোষার আহমেদ, শেলু আহমেদ, শাহীন আহমেদ, জাকির আহমেদ, আলাল আহমেদ, সোহাগ আহমেদ প্রমুখ। এ সময় তারেক রহমানের উপর দায়েরকৃত স্বড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ১ম ও ২য় চার্জশীটেও তার নাম ছিলনা। পরবর্তীতে দীর্ঘ ৯ বছর পর ৩য় সম্পূরক চার্জশীটে জি কে গউছের নাম অন্তর্ভুক্ত করা হয়। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবী করছি। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।