Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাঙ্গেরগাঁও গ্রামে আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের এক ব্যক্তির জায়গা অবৈধভাবে দখল করে ছাপটা ঘর নির্মাণ করায় উচ্ছেদ করেছে আদালত। মঙ্গলবার বেলা ৩টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবৈধ ছাপটা ঘর উচ্ছেদ করেন।
সূত্র জানায়, রাঙ্গেরগাঁও গ্রামের মৃত আদম আলীর পুত্র দিদার আলী ও ছায়েব আলীর পৈত্রিক সম্পত্তির নুরপুর মৌজার জেএল নং ৬৫, খতিয়ান নং ১৩২১ দাগ নং ৬৮৪৫ এর বাড়ি ও পুকুরের ১৭ শতক জায়গা একই গ্রামের প্রভাবশালী রফিক আলীর পুত্র সিরাজ আলী ও আব্দুস সাত্তার (মোড়াই) তার দলবল নিয়ে জোরপূর্বক দখল করে ছাপটা ঘর নির্মাণ করে। ওই জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করলে ছায়েব আলী গংদের দেখে নেয়ার হুমকি দেয় দখলদাররা। তাদের হুমকিতে ছায়েব আলী গং নিরাপত্তাহীন হয়ে পড়েন। জায়গাটি দখলমুক্ত করার জন্য ছায়েব আলীর ভাইর দিদার আলী বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পেয়ে উচ্ছেদের নির্দেশ দেয়। এ প্রেক্ষিতে মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে একদল পুলিশ রাঙ্গেরগাঁও গ্রামে গিয়ে আব্দুস সাত্তার (মোড়াই) গংদের দখলকৃত জায়গার ছাপটা ঘর ভেঙ্গে উচ্ছেদ করে দিদার আলী ও ছায়েব আলীকে দখল বুঝিয়ে দেন। এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের সাথে যোগাযোগ করা হলে তিনি উচ্ছেদের বিষয়টি স্বীকার করেন।