Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের কোরেশনগর-মাহমুবাদ পর্যন্ত রাস্তায় নিম্নমানের কাজ

স্টাফ রিপোর্টার ॥ শহরের কোরেশনগর থেকে মাহমুবাদ পর্যন্ত রাস্তায় নিম্নমানের কাজ হওয়ায় স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেয়। পরে স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার প্রকৌশলী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সুত্র জানায়, হবিগঞ্জ পৌরসভার পাড়া মহল্লার সড়কগুলো পুনঃমেরামতের জন্য ১৪টি প্রকল্পে ৩ কোটি ৯৭ লাখ টাকার বাজেট বরাদ্দ দেয়া হয়। ওই কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয় বিবাড়িয়ার মেসার্স নিলু এন্টার প্রাইজের ঠিকাদার কবীর আহমেদকে। সম্প্রতি ওই প্রতিষ্ঠানটি রাস্তার কাজ শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারী প্রতিষ্ঠান পুরাতন সড়কের ময়লা আবর্জনা পরিস্কার না করেই কাপেটিং শুরু করে। এতে বাধা দেয় এলাকাবাসী। কিন্তু এতে কর্ণপাত করেনি। গতকাল দুপুরে অনন্তপুর এলাকার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক কমিশনার নানু মিয়াসহ স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারি ঠিকাদার কিতাব আলী ও তার লোকজন এলাকাবাসীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে কাউন্সিলর উম্মেদ আলী শামীম ঘটনাস্থলে পৌছে তিনিও কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুধন দত্তসহ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে এলাকাবাসি শান্ত হন।