Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৫ ঘাতকের ফাঁসি ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা

পাবেল খান চৌধুরী ॥ নবীগঞ্জে উপজেলার বোয়ালজুর গ্রামের কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচ ঘাতকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও ২৭ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আনিছ উল্লা, ফরাস উদ্দিন আহমেদ, জমশেদ মিয়া, বজলুর রহমান বজলু ও নুর ইসলাম। এদের মধ্যে জমশেদ মিয়া, বজলুর রহমান বজলু ও নুর ইসলাম পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্র“য়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের নুর ইসলামের একটি গরু কৃষক মোক্তাদির আলীর জমির ধান খেয়ে ক্ষতিসাধন করে। এ নিয়ে প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন কৃষক মোক্তাদিরের উপর হামলা চালায়। হামলায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মসাহিদ আলী বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিচারক এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজনসহ ১৫ জন আসামি উপস্থিত ছিলেন। উপস্থিত সকল আসামীদেরকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে। তবে এ মামলায় সাজাপ্রাপ্ত আরো ১৭ জন আসামী পলাতক রয়েছে।