Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল বের করলে এতে পুলিশের বাধাঁ দেয়।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে নবীগঞ্জ শহরের দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজার সামন থেকে শুরু করে ব্যানার সহকারে মিছিল বের করে জুয়েল ম্যানশনের সামনে পৌছা মাত্রই পুলিশ মিছিলে বাধাঁ দেয়। এ সময় দলীয় নেতাকর্মীরা পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আনন্দ মিছিলটি প্রতিবাদ মিছিলে রূপ নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয় নেতাকর্মীরা। নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা ফোয়াদ হাসান রাজন এর সভাপতিত্বে ও নবীগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর ছাত্রদল নেতা জিয়াউল ইসলাম জিয়া এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য জাকির চৌধুরী, শেখ শিপন আহমদ, প্রিতুষ কুড়ি, বাবুল, আহসান হাবিব, সাইফুর রহমান, মুকুল মিয়া, রাজিব আচার্য্য, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ, রিন্টু আহমদ, তুহেল আহমদ, রেজভী আহমদ, উজ্জল মিয়া, মিলটন চৌধুরী, খলিল মিয়া, মোস্তাকিম মিয়া, রাজু আহমদ, মিনহাজুর রহমান সানি, আনজুমান, টিটু আহমদ, রাসেদ আহমদ, তপু মিয়া, মুমিন তালুকদার, তারেক মিয়া, রাজন মিয়া, রাজু মিয়া, শেখ নাঈম, জুবেল আহমদ, শেখ গাজী, রুমান তালুকদার, মিলটন ২, সাগর, মনির, উসমান, সোহাগ, খালেদ প্রমূখ। মিছিলে অংশ নিয়ে নেতাকর্মীরা তরুণ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক আকরামুল হাসান সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে শান্তিপূর্ণ আনন্দ মিছিলে পুলিশ বাধাঁ দেওয়ায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।