Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের দি মেডিনোভা ডায়াগণষ্টিককে জরিমানা-আহছানিয়া ডেন্টাল সিলগালা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর মার্কেটের ২য় তলায় অবস্থিত দি মেডিনোভা ল্যাবকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আহছানিয়া ডেন্টাল কেয়ারকে সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট একরামুল সিদ্দিক ও হাসান মারুফ এ জরিমানা করেন।
জানা যায়, গতকাল দুপুরে শহরের পৌর মার্কেটের ২য় তলায় অবস্থিত দি মেডিনোভা ল্যাবে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অপরিচ্ছন্ন অবস্থায় রোগীদের চিকিৎসা ও পরিক্ষা-নিরিক্ষা করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আগামী এক সপ্তাহের মধ্যে ল্যাবের সকল সমস্যা সমাধান করার নির্দেশ দেয়া হয়। এদিকে, চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আহছানিয়া ডেন্টাল কেয়ারে অভিযান চালালে ম্যাজিষ্ট্রেট দেখে ডাক্তার ও তার অন্যান্য স্টাফরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত ওই ডেন্টালটি সিলগালা করে দেন। পরে শহরের কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত দি জাপান বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় সেখানে তেমন সমস্যা না থাকায় কোন ব্যবস্থা নেয়া হয়নি। অপরদিকে, চৌধুরী বাজার এলাকায় বকুল কুড়ি স্টোর নামের এক মোদি মালের দোকানে অবৈধ পলিথিন রাখা ও অপরিস্কার পরিবেশে ব্যবসা করার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সিলেটের লামা বাজার আমর্ড পুলিশ ব্যাটেলিয়ান’র সিনিয়র এএসপি আব্দুল কদ্দুসসহ একদল পুলিশ। এছাড়া পরিক্ষা-নিরিক্ষার জন্য সদর হাসপাতালের আরএমও বজলুর রহমান উপস্থিত ছিলেন। নতুন বাসস্ট্যান্ড এলাকার দাওয়াত হোটেলকে পচাঁ বাসি খাবার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা ও একটি ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ সাবান রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।