Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পিতার বন্দিশালা থেকে দুই শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিল পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে পিতার বন্দিশালা থেকে দুই শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় দিয়েছে পুলিশ। সেই সাথে পাষন্ড পিতাকে আটক করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ সুত্র জানায়, ৫ বছর আগে রিচি আইরাকোণা গ্রামের রজব আলীর পুত্র সাহাবুদ্দিনের সাথে আবু মিয়ার কন্যা আফিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে রাহিম (৩) ও রাহান (১) দুইটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। এক বছর ধরে সাহাবুদ্দিন রিকশা কেনার জন্য আফিয়া খাতুনের নিকট ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। এতে আফিয়া অপারগতা প্রকাশ করলে আফিয়াকে নির্যাতন করে দুই দুগ্ধপোষ্য শিশুকে রেখে গত কোরবানী ঈদের আগের দিন তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এদিকে মা ছাড়া শিশু দুইটি অসুস্থ হয়ে পড়লেও সাহাবুদ্দিন শিশুদেরকে আফিয়ার নিকট দেয়নি। নিরূপায় হয়ে আফিয়া গত ২০ অক্টোবর সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোর্টে মামলা করেন। আদালত দুই শিশুকে উদ্ধার করে তার মায়ের জিম্মায় দিতে সদর থানা পুলিশকে নির্দেশ প্রদান করে। গতকাল রবিবার সদর থানার এএসআই সুরুজ আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে দুই শিশুকে উদ্ধার করে সাহাবুদ্দিনকে আটক করে। বিকালে দুই শিশুকে তার মায়ের জিম্মায় দেয়া হয়।