Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে নাগরিক কমিটি গঠনের পরিকল্পনা

প্রেস বিজ্ঞপ্তি ॥ সদর উপজেলার ৪নং পইল ইউপির সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান এনাম স্মৃতি সংঘের উদ্যোগে নাগরিক কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল পইল দেবপাড়াস্থ এনাম স্মৃতি সংঘের কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পইল ইউপি চেয়ারম্যান ও এনাম সৃতি সংঘের সভাপতি সৈয়দ মঈনুল হক আরিফের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিশিষ্ট মুরুব্বিয়ান ও যুব সমাজের বক্তব্যে পইল ইউপির শান্তিশৃঙ্খলা বিধানে নাগরিক কমিটি গঠনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। সভায় বক্তাগন ভবিষ্যতে পইল ইউনিয়নবাসী এই কমিটির সুফল ভোগ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এবং এনাম সংঘের এই সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য এনাম স্মৃতি সংঘ ২০১২ সনে গঠিত হওয়ার পর থেকে দেশী বিদেশী বিভিন্ন সংস্থার সহায়তায় পইল ইউপির রাস্তাঘাট সংস্কার, মসজিদ নির্মান, খেলাধুলা আয়োজনসহ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।