Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু সভাপতিত্বে অবহিতকরণ সভায় সরকার প্রদত্ত সাংবাদিকবৃন্দের জন্য তথ্যপত্র বিতরণ করা হয়। সভায় নবীগঞ্জ উপজেলায় টিকাদান কর্মসূচীর তথ্য তুলে জানানো হয় ১ লাখ ২৭ হাজার ৬৭৮ জন শিশুকে এ টিকা দেওয়া হবে। এ ছাড়া ০ থেকে ৫ বছর বয়েসী সকল শিশুকে একই সাথে ২ ফোটা পোলিও টিকা খাওয়ানো হবে। আগামী ২৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারী ৩ হাজার ৫৬৩টি স্কুলে ও ১ ফেব্র“য়ারি থেকে ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত নির্ধারিত নিয়মিত কেন্দ্র ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকাদানের পাশাপাশি উপজেলার ৫৭ হাজার ২৭৯টি শিশুকে ২৩৪টি স্কুল ও ৩১২টি নির্ধারিত নিয়মিত কেন্দ্রে ২ ফোটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। ১ হাজার ১৮০ জন টিকাদান কর্মি ও ১ হাজার ৭৩৪জন স্বেচ্ছাসেবক এ সেবাদান কর্মসূচীতে অংশ নিচ্ছে।