Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তারা ॥ পার্থসারথি চৌধুরীর অপ্রকাশিত লেখাগুলো যথাশীঘ্র প্রকাশের উদ্যোগ নিতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরী বৃহত্তর সিলেটের সাহিত্য ও সাংবাদিকতা অঙ্গনের ক্ষেত্রে অপরিহার্য এক নাম। তার যে সকল অপ্রকাশিত ও অগ্রন্থিত লেখা আমাদের সংগ্রহে এসেছে সেগুলো যথাশীঘ্র প্রকাশের উদ্যোগ নিতে হবে। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার কার্যালয়ে পার্থসারথি চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোয়াই থিয়েটার আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক এম এ রব, বর্ণমালা খেলাঘর আসরের কেন্দ্রীয় সদস্য বাদল রায়, খেলাঘরের সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়, ক্রীড়া সংগঠক হুমায়ুন খান, কবি ও ছড়াকার ডা. নন্দদেব রায় নানু, সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, খোয়াই থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আবীর, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সদস্য সচিব তানসেন আমীন, নাট্যকর্মী আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সংস্কৃতিকর্মী সারোয়ার পরাগ প্রমুখ। সভা পরিচালনা করেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ।