Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ভয়াবহ সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সিংহগ্রাম কামড়াপুর হাটিতে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের মাঝে ভয়ানক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র বর্তমান মেম্বার ভিংরাজ মিয়ার সাথে একই গ্রামের আইন উল্লার পুত্র করিম মেম্বারের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার তাদের মাঝে বাকবিতন্ডা হয়। সালিশে এ বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন মুরুব্বিরা। কিন্তু সমাধান হয়নি। গতকাল জুম্মার নামাজ পড়ে করিম মেম্বারের লোকজন ও ভিংরাজ মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় করিম মেম্বারের লোকজন ভিংরাজ মেম্বারের বাড়িঘরে ভাংচুর চালায় বলে আহত সুত্রে জানায়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে কাইয়ুম (২৮), পারভেজ (২০), মুখলেসুর (৫০), সফিক (২৫), হ্যাপি আক্তার (১৮), সালেক মিয়া (২০), আরিফ (২০), আলীম (২৪), পেয়ারা বানু (৩০), সামসুর রহমান (২৮), রবিন (১৮), রফি (২০), ছুরাব আলী (৫০), আজিজুর (২০) ও বাহার মিয়া (২২) আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে আব্দুর রহিমের বুকে ফিকলের ঘাই ও লিটনের পায়ের রগ কাটা অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসি মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।