Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডোমকে টাকা না দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ ফেরত নিল পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ দুই ডোমের টানাটানিতে সাটিয়াজুরি করাঙ্গি নদীর ব্রীজ থেকে উদ্ধার হওয়া নুর হোসেনের লাশের ময়নাতদন্ত হয়নি। অবশেষে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ লাশটি ফেরত নিয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার করাঙ্গী নদীর ব্রীজ থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুনারুঘাট থানার বেসরকারি ডোম আব্দুল মতিনের মাধ্যমে একজন পুলিশ কনস্টেবল দিয়ে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। লাশটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রেখে তারা চলে যায়। গতকাল শুক্রবার সকালে এসে মতিন লাশটি ময়নাতদন্তের জন্য বেসরকারি ডোম তাজুল ইসলামকে বলে। এ সময় তাজুল ইসলাম বলে লাশ কাটতে কেরোসিনসহ বিভিন্ন জিনিসপত্র আনতে হবে। এ জন্য সে টাকা চায়। মতিন জানায় টাকা নেই। এ নিয়ে দুইজনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব হয়। এ সময় মতিন জানায়, লাশের পরিচয় পাওয়া যায়নি। খরচ কে দেবে? তাজুল বলে সরকারি খরচ থেকে কিনে দিতে বলে। মতিন বলে, সরকারি টাকা লাশ আনা নেয়া করতেই খরচ হয়ে গেছে। তুমি ফ্রি করে দাও। এ নিয়ে তাদের মাঝে শুরু হয় বাকবিতন্ডা। এদিকে লাশটি পচে গন্ধ ছড়ায়। এতে পরিবেশ নষ্ট হয়ে যায়। বিকাল ৩টার দিকে সরকারি প্রধান ডোম ছাবু মিয়া এসে তাদের বিরোধ মিমাংসা করে লাশ কাটার প্রস্তুতি নেয়। কিন্তু মতিন রাগ করে ময়নাতদন্ত ছাড়াই পুলিশকে সাথে নিয়ে লাশটি ফেরত নিয়ে যায়। এ ব্যাপারে এসআই আতাউর রহমান জানান, লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম নুর হোসেন। বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার খাসনগর গ্রামে। তিনি মৃত আব্দুস সোবহানের পুত্র। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।