Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর ফুজালা ও আবনাদের সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২০ অক্টোবর বৃহস্পতিবার জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার ফুজালা ও আবনাদের (প্রাক্তন ছাত্র) সম্মেলন মাদ্রাসার দারুল হাদীস অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ফুজালা পরিষদের আহ্বায়ক মাওঃ আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওঃ আজিজুর রহমান তালুকদার এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উক্ত জামেয়ার প্রিন্সিপাল ও ফুজালা পরিষদের প্রধান পৃষ্টপোষক শায়খুল হাদীস হাফেজ আল্লামা তাফাজ্জুল হক সাহেব। হাফিজ এনামুল হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মাওঃ জয়নুল আবেদীন, জামিয়ার শিক্ষা সচিব মুফতি শাহ আব্দুল হক, হাফেজ মাওঃ তাফহিমুল হক, মাওঃ আমিনুল হক, মাওঃ গোলাম রব্বানী সলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- কওমী আলেম ওলামাগণ নাশকতা ও জঙ্গিমুক্ত সুশৃংখল সমাজ বিনির্মাণে সজাগ ভূমিকা পালন করে আসছে। কওমী সনদের নামে আলেমদের বিভক্তির পায়তারা করা হচ্ছে। তিনি আরো বলেন, কওমী মাদ্রাসার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সরকারী নিয়ন্ত্রণমূক্ত কওমী সনদের মান দেওয়া হোক। ধর্মহীন শিক্ষানীতি সংশোধনে আলেম উলামা ও তৌহিদী জনতার প্রস্তাবনাকে গুরুত্ব প্রদানে সরকারের শুভবুদ্ধির উদয় হোক।