Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত পরিদর্শক ও কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জনসেচতনাতামূলক এসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এম এ বাছিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলী আহমেত মুসা। বক্তব্য দেন, প্যানেল চেয়ারম্যান পারছু মিয়া, ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, আব্দুস সোবহান, মোঃ আব্দুল মন্নাফ, গোলাম হোসেন চৌধুরী রাজু, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, শাহ সুরাইয়া বক্স প্রমুখ। ইউনিয়নে স্বাস্থ্যসেবায় নিয়োজিত পরিদর্শক ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিদর্শক মোঃ আব্দুর রহিম, মোঃ আব্দুল মুক্তাদির, পরিদর্শক মোঃ জালাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান, মোঃ ছাদ্দক মিয়া, রোহিনা বেগম, হোসনে আরা আক্তার, সুবিনয় দে, রুমি বেগম, রাহেনা বেগম, কামরুন্নাহার করুনা, সালমা আক্তার, শাহিনা আক্তার, মাহমুদুর রহমান রাসেল। আয়োজিত সভায় সমন্বিত কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যসেবায় সচেতনতা, চিকিৎসা সেবায় সক্রিয়তা এবং কার্যক্রম পরিচালনায় জনপ্রতিনিধিদের সংশ্লিতা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা (কমিউনিটি ক্লিনিক) পরিচালনায় দেশপ্রেম, রাষ্ট্রীয় আনুগত্য, সঠিকভাবে দায়িত্ব ও কর্তব্য পালনে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় থাকার আহবান জানানো হয়।