Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উপজেলা পরিষদ নির্বাচন মাধবপুরে নড়েচড়ে উঠেছেন প্রার্থী ও ভোটাররা ॥ বিএনপি’র একক আওয়ামীলীগের একাধিক প্রার্থী

আবুল হোসেন সবুজ,  মাধবপুর থেকে ॥ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাধবপুরে নড়েচড়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা। আগামী ১৯ ফেব্র“য়ারী এ উপজেলায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশনার। তফসীল ঘোষনার সঙ্গে সঙ্গেই আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনী মাঠে দৌঁড়ঝাপ শুরু করেছেন। ইতিমধ্যে বিএনপি একক প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ শাহজাহানের নাম চূড়ান্ত করেছে। আওয়ামীলীগ থেকে দলীয়ভাবে কোন প্রার্থীর নাম প্রকাশ করা হচ্ছেনা। এখনো পর্যন্ত একাধিক প্রার্থীর নাম শুনা যাচ্ছে। যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহ হাবিবুল্লাহ সূচন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান এহতেসাম উল বর চৌধুরী লিপু। এছাড়াও জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাশেদের নামও শুনা যাচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্ছে তারা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত,  বিএনপির আজিজুর রহমান, আপন মিয়া, আনোয়ার হোসেন বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা হচ্ছেন জাহানারা বেগম শেলী ও ফাতেমাতুজ্জোহরা রীনা। এছাড়াও অনেকেই নতুন প্রার্থী হিসেবে নিজেকে জাহির করতে নাম প্রকাশ করা শুরু করেছন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঐক্যবদ্ধভাবে মাঠ গরম করার চেষ্টা করলেও আওয়ামীলীগ বহুদা বিভক্ত হয়ে দ্বিধাদ্বন্ধে ভোগছেন।  এর পরও ভোটারদের মধ্যে এ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। গ্রামেগঞ্জে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। ইতিমধ্যেই চা স্টল হোটেল রেস্তোরায় প্রার্থীদের নাম নিয়ে প্রচারনায় নেমেছে স্বজনেরা।