Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ঝুঁকিপূর্ণ বাঁশের সাকু দিয়ে কয়েক গ্রামের মানুষের যাতায়াত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার আনমনু গ্রামের সাথে হবিগঞ্জ সড়কের সংযোগস্থলে ব্রীজ না থাকায় অনেকটা ঝুঁকিপূর্ন বাশেঁর তৈরি সাকু দিয়ে যাতায়াত করছেন করছেন কয়েকটি গ্রামের মানুষ। নবীগঞ্জ পৌরসভার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই গ্রামের সাথে পার্শবর্তী আরো দুটি গ্রামের সংযোগ হওয়ার ফলে প্রতিদিন তাদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ নিয়ে বারবার সংবাদ প্রকাশ হলেও অজ্ঞাত কারনে টনক লড়ছেনা কর্তৃপক্ষের। নবীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম জানান, এই ব্রীজটি মানুষের যাতায়াতের খুবই জরুরী। ঝূকি নিয়ে প্রতিদিনই এ লাকার মানুষ বাশেঁর সাকু দিয়ে পার হচ্ছেন।
সূত্রে জানাযায়, নির্মিত বাশেঁর সাকুর জায়গার উপরে জনৈক এক ব্যক্তির মামলা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত বাশেঁর সাকুর জায়গাটি সরকারী সম্পত্তি রাস্তার পাশে পরে থাকা একটি পুরোনো খাল। এ ব্যাপারে, স্থানীয়রা মনে করছেন নবীগঞ্জ উপজেলা প্রশাসন যদি হস্তক্ষেপ করে তবে অচিরেই সমাধান আসতে পারে। এবং ভুক্তভোগী সাধারণ গ্রামীণ জনপদের মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন।