Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালয় ধূমপান মুক্ত রাখতে নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্টানসমূহ পাবলিক প্লেস হিসেবে ১০০ শতাংশ ধূমপান মুক্ত রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্টান প্রধানকে নোটিশ প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশের সকল কার্যালয়, থানা ফাঁড়ি, পুলিশ বক্স এবং ট্রাফিক ইউনিট সমূহকে ধুমপান এলাকা ঘোষণা এবং সর্তকতামূলক নোটিশ প্রদান করা হয়েছে। হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স সভাপতি মোঃ সফিউল আলম ৫ অক্টোবর এ নোটিশ প্রদান করেন। নোটিশে জানানো হয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন ২০০৫ ও (সংশোধিত) আইন ২০১৩ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) বিধিমালা ২০১৫ এর ধারা ৪ এর আলোকে পাবলিক প্লেস হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশের সকল কার্যালয়, থানা ও ট্রাফিক ইউনিট সমূহকে ধূমপান হতে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। উক্ত পাবলিক প্লেস সমূহকে ধূমপান মুক্ত রাখা এবং দৃশ্যমান স্থানে আইনের নির্দেশনা অনুযায়ী ধূমপান হতে বিরত থাকুন। ইহা শাস্তিযোগ্য অপরাধ। নোটিশে আরও বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে আলোকে পাবলিক প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রকারী ব্যক্তি বা ব্যবস্থাপক সংশ্লিষ্ট পাবলিক প্লেসকে ধূমপানমুক্ত রাখা ও আইনের ধারা ৮ এবং বিধিমালার ধারা ৮ অনুসারে “ধূমাপান হতে বিরত থাকতে বলা হয়েছে। কোন প্লেসের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রনকারী ব্যক্তি ব্যবস্থাপক যদি তার অওতাধীন পাবলিক প্লেসকে ধূমপান রাখতে না পারেন তবে তিনি পাঁচশত টাকা দণ্ডিত হবেন এবং “ধূমপান হতে বিরত থাকুন, ইহা শাস্তিযোগ্য অপরাধ” সম্বলিত সতর্কতামূলক নোটিশ আইন অনুযায়ী প্রদর্শন না করলে ১ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত হবেন।