Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ২ ব্যাপি প্রবারণা উৎসব পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দুদিন ব্যাপি পবিত্র প্রবারণা উৎসব বিপুল উৎসাহ উদ্দপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
গত ১৪ ও ১৫ অক্টোবর উৎসবটি পালিত হয়েছে। হবিগঞ্জ বৌদ্ধ বিহার সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহাদেব ও শনি মন্দিরে বিকেলে প্রবারণা উৎসব উপলক্ষে পঞ্চশীল প্রার্থনা, ধর্মসভা, ভজন, আবৃত্তি, আকাশ প্রদীপ উড়ানো ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
বিকেলে ডাঃ দিলীপ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্ম সভার প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ইষু ভূষণ দাস রায়। বিশেষ অতিথি ছিলেন প্রীতি রঞ্জন আচার্য, মতি লাল দেবনাথ, দিপুল কুমার রায়, দিলীপ দাস চৌধুরী, স্বপন লাল বণিক, সুজিত বণিক, জুবনেল চাকমা, হাফেজ মোঃ রমজান আলী মৌলনা সালেহ আহমদ বাচ্চু, দুলাল চন্দ্র দাস ও শ্রীকান্ত দেব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বৌদ্ধ বিহার সংঘের সদস্যবৃন্দ ঃ কাঞ্চন বড়–য়া, হিরণ বড়–য়া, সুমী বড়–য়া, উর্মী বড়–য়া, দীপন বড়–য়া, সুভাস বড়–য়া, দুলাল, চয়ন, সীমান্ত বড়–য়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ বৌদ্ধ বিহার সংঘের সাধারণ সম্পাদক ডাঃ স্বপন বড়–য়া। বক্তব্য রাখেন হবিগঞ্জ বৌদ্ধ বিহার সংঘের সভাপতি সাধন বড়–য়া। অনুষ্ঠানে আবৃত্তি করেন শর্মী বড়–য়া। ভজন পরিবেশন করেন সুরেন্দ্র দেবনাথ, সুবীর রায় ও শর্মী বড়–য়া প্রমুখ। তাছাড়াও উৎসবের শুভ কামনা করে মোবাইলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বান্দরবনের জেলা প্রশাসক শ্রী দিলীপ কুমার বণিক। সভায় বক্তাবগণ বৌদ্ধের অহিংসার বাণী ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে শান্তিময় বিশ্ব গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
গতকাল বৌদ্ধ পূর্ণিমা উদ্যাপন উপলক্ষে স্থানীয় অফিসার্স কোয়ার্টার মাঠে আকাশ প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম, সহকারী কমিশনার ছাই থোয়াইওয়ালা চৌধুরী অনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। আকাশ প্রদীপ প্রজ্জলনের তাৎপর্য তুলে ধরেন ডাঃ স্বপন বড়–য়া, কবিতা পাঠ করেন শর্মী বড়–য়া।