Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা ও টিভিকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউপির আলাপুর ও শাহ্পুর গ্রামের বন্দে হাকাজুরা-করাঙ্গী সেচ প্রকল্পের উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌর প্রতিযোগীতার টিভিকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৩টায় এ ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগীতায় বাহুবল, নবীগঞ্জ, আউশকান্দি, মৌলভীবাজার, চুনারুঘাট উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে ২৬টি ঘোড়া এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। টিভিকাপ ঘোড়দৌড় ফাইনাল খেলা প্রতিযোগীতায় বিজয়ী হন নবীগঞ্জ উপজেলার আলালপুর গ্রামের ঘোড়ার মালিক আলাল মিয়া ও আউশকান্দি গ্রামের ঘোড়ার মালিক। পুরস্কার বিতরণী সভায় অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পাচারগাঁও গ্রামের বিশিষ্ট মুরুব্বী হোসেন আলী পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব সভায় খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন মাস্টার সুফি মিয়া। এ খেলায় প্রায় কয়েক হাজার দর্শক অংশগ্রহণ করে।