Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস ॥ দুই জেলের অর্থদণ্ড

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে নদীতে অভিযান চালিয়ে ২১শ মিটার কারেন্ট ও কোণা বেড় জাল জব্দ করে আগুনে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে রতœানদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড নুর-এ আলম অভিযান চালান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মকসুদুল হক ভূঁইয়া ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, কারেন্ট ও কোণা বেড় জালে উন্মুক্ত রতœানদীতে মাছ ধরার অপরাধে ভাটিপাড়ার ললিত দাশ ও বিষ্ণু দাশ নামে দুই জেলেকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে আগুনে পুড়ে ধ্বংস করেন ম্যাজিস্ট্রেট। এদিকে ২১শ মিটার জালের বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী হাবিবুর রহমান ও নাইম মিয়া জানান।