Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্র্যাক কর্তৃপক্ষের কাছে বানিয়াচং উপজেলা চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তার নতি স্বীকার

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাক কর্তৃপক্ষ উপজেলা চেয়ারম্যানকে তোয়াজ না করায় বানিয়াচংয়ে ব্র্যাক হাই স্কুলের শিক্ষার্থীদের বই উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খানের নির্দেশে আটকে দিয়েছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাফি উল্লা সরকার। ১ জানুয়ারী থেকে গত মঙ্গলবার পর্যন্ত ব্র্যাক কর্তৃপক্ষ ও স্কুলের শিক্ষকরা বই নেয়ার জন্য বার বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ধর্ণা দেন। প্রতি বারই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাফি উল্লা সরকার বলেন, বই দেয়ার মালিক উপজেলা চেয়ারম্যান। তাই তাদেরকে চেয়ারম্যানের কাছে পাঠান। কিন্তু চেয়ারম্যান ইকবাল হোসেন খান স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে লোক নিয়োগ পর্যন্ত চেয়ারম্যানের প্রয়োজন পড়েনি তবে বই পেতে প্রয়োজন কেন বলে বার বার তাড়িয়ে দেন। এ খবরটি ব্র্যাকের উপর মহলে জানাজানি হলে চাপে পড়ে গতকাল বুধবার বই নেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ফোনে স্থানীয় ব্র্যাক কর্তৃপক্ষ ও বিদ্যালয় দু’টির শিক্ষকবৃন্দকে খবর দেয়া হয়। কিন্তু উপর মহলে জানাজানি হয়েছে উল্লেখ করে সাড়া দিতে রাজী না হওয়ায় শুরু হয় অনুনয়-বিনয়। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে অবশেষে দুপুর ১২টার দিকে ব্র্যাক কর্তৃপক্ষকে ম্যানেজ করতে সফল হলে সিকন্দরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন খান ও কুর্শ্বা খাগাউড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক বই নিতে উপজেলা সদরে আসেন। এসময় দুই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ১৬৫ সেট ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৩৫ সেট বই তাদের কাছে সমজিয়ে দেন শিক্ষা কর্মকর্তা ছাফি উল্লা। বাকী বই এতদিন কালক্ষেপন করায় ব্র্যাক কর্তৃপক্ষ উপর মহলে যোগাযোগ করে বিভিন্ন স্থান থেকে ইতিপূর্বে সংগ্রহ করে নেন। আগামী রবিবার বিদ্যালয় দু’টির ছাত্র-ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হবে বলে ব্র্যাক বানিয়াচং উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মহসিন উদ্দিন জানিয়েছেন।