Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুলতানশীতে যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত

SAMSUNG CSC

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী হাবিলীতে প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মানুষের সমাগমে যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিবারের মত গত বুধবার সুলতানশী হাবেলীতে সকাল থেকে বিকাল পর্যন্ত এলাকাবাসীসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার পাক পাঞ্জাতন ভক্তবৃন্দরা ভীড় জমায়। বিকেলে শোহাদায়ে কারবালার স্মরণে বের করা করা হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। মিছিলটি সুলতানশী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ তাজিয়া মিছিল হযরত মোহাম্মদ (সাঃ) এর বংশধরদের সাথে চুক্তিভঙ্গকারী এজিদের বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতার কথাই মনে করিয়ে দেয়। লাল নিশান উড়িয়ে বাঁশ ও কাগজের তৈরি রঙ্গিন ঘোড়া সহকারে মিছিলে পাক পাঞ্জাতন ভক্তরা জারী ও বুক চাপড়িয়ে মর্সিয়া মাতমের মাধ্যমে ১০ই মহররমের সেই নিষ্ঠুরতার কথাই বলে যান এবং বুকফাটা আর্তনাতে ভেঙ্গে পড়েন। যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালন উপলক্ষে সুলতানশী এলাকায় ১ মহরম থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করে কেন্দ্রীয় মহরম উদযাপন কমিটি। ১০ মহরম আশুরার দিনে সদর উপজেলার শরীফপুর, সুলতানশী, চানপুর, হাতীর থান, নোয়াবাদ, কাজীহাটা, তারাপাশা, লস্করপুর, পাচ-পাড়িয়া, শিয়ালদাড়িয়া, যাত্রা বড় বাড়িসহ প্রায় ৫০ গ্রামবাসী পৃথক ভাবে তাজিয়া মিছিল সহকারে সুলতানশী মাঠ প্রাঙ্গনে এসে সমবেত হয়। পরে সন্ধ্যায় সুলতানশী সুলতানশী হাবিলী ও কেন্দ্রীয় মহররম উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ এলাকাবাসী কারবালার প্রান্তরে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।