Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শ্বশুর বাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের তারাসই গ্রামে শ্বশুর বাড়ি থেকে শুকুর আলী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপন করেছে। শ্বকুর আলী আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মৃত রাজধর আলীর পুত্র। শ্বকুর আলীর ভাই ওমর আলী জানান, ১০ বছর আগে ওই গ্রামের হাশিম উল্লার কন্যা হোসনা আক্তারের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর একটি পুত্র ও কন্যা সন্তান জন্ম নেয়। এরপর সে সৌদি আরবে চলে যায়। এদিকে হোসনা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে মোবাইল ফোনে ঝগড়া ফ্যাসাদ হত। দুই মাস আগে শ্বকুর আলী দেশে আসে এবং শ্বশুরালয়ে গিয়ে জানতে পারে হোসনা ৭ মাসের অন্তঃস্বত্তা। এ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শুকুরের নিকট হোসনা অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চায়। এ সময় শুকুর গর্ভপাত ঘটানোর কথা বলে। গত মঙ্গলবার স্বামী স্ত্রীর মাঝে এ নিয়ে আবারো বাকবিতণ্ডা হয়। বিষয়টি শুকুর তার ভাইকে জানায়। গত বুধবার সকালে শুকুরের লাশ শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী একটি জামগাছে দেখতে পেয়ে লোকজন থানায় খবর দেয়। বানিয়াচং থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ওইদিন বিকালেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকেই স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপন করায় সন্দেহের তীর শ্বশুর বাড়ির লোকদের দিকে। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, লোকজনের কাছে শুনেছি, স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।