Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের কার্যকরি কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের হবিগঞ্জ জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের কার্যকরী কমিটি গঠনের উদ্দেশ্যে এবং আসন্ন জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন এর পরামর্শ গ্রহণের জন্য এক সাধারণ সভা আলহাজ্ব মোঃ রইছ মিয়ার সভাপতিত্বে কোর্ট জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওঃ গোলাম সরওয়ারের সঞ্চালনায় জেলার প্রত্যন্ত অঞ্চলের শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক কাজী মাওঃ এম এ জলিল, পরামর্শমূলক বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি সুপার মাওঃ খাইরুদ্দীন, বানিয়াচং উপজেলা প্রতিনিধি মাওঃ আঃ মালিক, লাখাই উপজেলা প্রতিনিধি সুপার মুফতি রফিকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মুফতি আহমদ কবির, চুনারুঘাট উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মাওঃ একে আফসার আহমদ তালুকদার, মাধবপুর উপজেলা প্রতিনিধি মুফতি আলমগীর হোসাইন, বাহুবল উপজেলা প্রতিনিধি মাস্টার আঃ সালাম, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মাওঃ আঃ আলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ ফরিদ আহমদ, মাওঃ আলী মুহাম্মদ চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, করাব ইউপির সাবেক চেয়ারম্যান পঞ্চায়েত সর্দার মোঃ আঃ খালেক, অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম, মোঃ শামছুল হক তালুকদার, সাবেক কমিশনার মোঃ শামছু মিয়া, মাওঃ আসাদুজ্জামান নূর, মুফতি আঃ মজিদ ফিরোজপুরী, মোঃ আঃ হান্নান তালুকদার মোহন, কাজী মাওঃ সাইফুল মোস্তফা, ডাঃ মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওঃ আবুল বাশার প্রমুখ।
দীর্ঘ আলোচনা ও প্রস্তাবনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে প্রাথমিকভাবে সভাপতি হিসাবে আলহাজ্ব মোঃ রইছ মিয়া, সহ-সভাপতি মাওঃ ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ গোলাম সরওয়ার, যুগ্ম সম্পাদক মুফতি ডাঃ তাহির উদ্দিন সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ এম এ জলিলকে নিয়ে সুপার ফাইভ মেথড মূলে দায়িত্বশীল নির্বাচিত করা হয়। প্রত্যেক উপজেলা কমিটির সভাপতিকে পদাধিকার বলে জেলা কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হবে। এই প্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেক উপজেলা কমিটি গঠনপূর্বক পূর্নাঙ্গ তালিকা সভাপতির দপ্তরে জমাদানের সিদ্ধান্ত হয়। এছাড়া সংগঠনের খসড়া নীতিমালার আলোকে আগামী ২০ দিনের মধ্যে এই সুপার ফাইভ দায়িত্বশীলদেরকে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশের দায়িত্ব দেয়া হয় এবং বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটি মজলিশে শুরা গঠনেরও সিদ্ধান্ত গৃহিত হয়। পরিশেষে শোহাদায়ে কারবালার স্মরণে মিলাদ ও মোনাজাত শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।