Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সবব্জির বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ পরিবারের বরণ পোষন চালাতে সাংসারিক নিত্য প্রয়োজনী জিনিস ক্রয়ে সবজির মধ্যে প্রধান হচ্ছে, আলু, বেগুন, শ্বসা, পেপে, কুমড়া, শীম, গাজর, মুলা, লাউ, কাচা মরিছ, পুইশ্বাক, কলমিশ্বাক, টমেটোসহ আরো অন্যান্য সবজি সমুহ। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার থেকে ক্রয় করতে ক্রেতাগন বিভিন্ন প্রতারনা স্বীকার হতে হচ্ছেন বলে জানান ভোক্তভোগীরা। আর এর প্রধান কারন হচ্ছে একেক বাজারে একেক জিনিসের একেক দাম দিয়ে ক্রয় করতে হয়। নবীগঞ্জের প্রধান বা উল্লেখযোগ্য বাজারের মধ্যে নবীগঞ্জ বাজার, ইনাতগঞ্জ বাজার, ইমামবাড়ি বাজার, আউশকান্দি বাজার, গোপলার বাজার, রইছগঞ্জ বাজার, সৈয়দপুর বাজার, বান্দের বাজার, পানিউমদা বাজার, কাজিগঞ্জ বাজার, কামার গাও বাজার, টুকের বাজারসহ গ্রাম্ম বাজারগুলো। কিন্তু সজ্বি কাচামাল ব্যবসায়ীদের সিন্ডিকেটের জন্য সহজ সরলমনা লোকজন পড়েছেন বিপাকে।
সরেজমিনে দেখা যায়, নবীগঞ্জ বাজারে যেই সব্জি কেজি প্রতি ৪/৫ টাকা কম। ওই সব্জি আউশকান্দি বাজারে ক্রয় করলে কেজি প্রতি ৪/৫ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। আবার ইনাতগঞ্জ বাজার থেকে কেজি প্রতি যে সব্জি ক্রয় করা যায় ৫ টাকা কম ধরে ওই সব্জি ইমাম বাড়ি বাজার কেজি প্রতি ৫ টাকা বেশি দিয়ে ক্রয় করতে হচ্ছে। সাধারন লোকজন মনে করেন এটা একমাত্র অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ফলে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। বাজারিরা জানান, প্রশাসনের পক্ষ থেকে যদি মাঝে মধ্যে ওই সব বাজার গুলিতে তদারকি করে জড়িতদের আইনের আওতায় আনা হতো তাহলে সাধারণ জনগন প্রতারিত হতেন না।