Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ঐক্যমঞ্চের জরুরী সভা তন্বীর খুনি ধরা পড়ায় কর্মসূচি স্থগিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ঐক্যমঞ্চের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঐক্যমঞ্চের আহবায়ক অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখেন ঐক্যমঞ্চের সদস্য নবীগঞ্জ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি বিপুল চন্দ্র দেব, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সহ-সভাপতি আনসার উদ্দিন আহমদ, আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো: সাইফুর রহমান খান, নবীগঞ্জ ঐক্যমঞ্চের সদস্য জিবেস গোপ, অলিউর রহমান অলি, কুটিশ^র দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, লাল সবুজ সামাজিক ও সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহবুবুর রহমান রাজু, আনন্দ প্রহর সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নির্মল কান্তি দেব পলাশ, সাধারন সম্পাদক অজয় কুমার দাশ, তারুণ্য সামাজিক সংগঠনের সভাপতি দূর্জয় রায় দীপ, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ কলেজের শিক্ষার্থী সুলতান আহমেদ তারেক, আতাউর রহমান শামীম, ইয়ুথ সার্কেলের সদস্য সাইফুর রহমান চৌ:, জয়নুল হক প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে তন্বী রায়ের খুনী গ্রেপ্তার হওয়ায় নবীগঞ্জ ঐক্য মঞ্চের পূর্ব ঘোষিত ১৩ ই অক্টোবরের বিক্ষোভ মিছিল সহকারে স্মারকলিপি প্রদান কর্মসূচি ও ২০অক্টোবরের প্রতিবাদী মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়। সভায় তন্বী রায় হত্যাকাণ্ডের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়।