Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি আবু জাহির নামাজের সময় মাইক বন্ধ এবং ডিজে ব্যবহার না করায় সকলেই আনন্দিত হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে সবার মাঝে ভ্রাতৃত্ব আছে। ফলে ধর্মীয় কাজে কোনও বিশৃংখলা দেখা দেয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে পারে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে বোমা হামলার ভয় থাকে। হবিগঞ্জ শহরে নামাজের সময় মাইক বন্ধ রেখে এবং ডিজে ব্যবহার না করায় সকলেই আনন্দিত হয়েছে। পূজা উদযাপন পরিষদ এ ব্যাপারে প্রসংশার দাবিদার।
গতকাল রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে হবিগঞ্জ শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে কালিবাড়িতে অনুষ্ঠিত শারদীয় মাতৃ উৎসব সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কালিবাড়িতে নির্মিতব্য নাঠ মন্দিরের অবশিষ্ট কাজ দ্রুত সমাপ্ত করতে প্রয়োজনে সরকার আরও বরাদ্দ দিবে। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, শংখ শুভ্র রায়, ডাঃ অসিত রঞ্জন দাশ, জগদীশ চন্দ্র মোদক, বাদল রায়, পীযূষ চক্রবর্তী, সুধাংশু সূত্রধর প্রমুখ।
পরিদর্শনকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সামছুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ প্রচার সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, উপ দপ্তর সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য এডঃ সুমঙ্গল দাশ সুমন, এডঃ সুলতান মাহমুদ, ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, আব্দুর রহিম, হুমায়ুন কবীর রেজা, শ্রমিক লীগ নেতা মহিবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা মিজানুর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য থোক বরাদ্দ প্রকল্প গ্রহণ করেছেন। প্রায় ২০০ কোটি টাকার এই প্রকল্প থেকে দেশের বিভিন্ন পূন্যস্নান কেন্দ্র ও মন্দিরের উন্নয়নে বড় ধরণের প্রকল্প বাস্তবায়ন হবে।