Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে নেতৃত্বহীন ছাত্রলীগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে নেতৃত্বহীন ছাত্রলীগ। যে যেভাবে পারছেন সেভাবেই পরিচয় দিচ্ছেন নিজেকে। কে নেতা কে কর্মী তা বুঝার কোন উপায় নেই সাধারণ ছাত্রদের। এ কারণে বিব্রত আওয়ামীলীগও। ছাত্রলীগের সাধারণ কর্মীরা জানান, বিগত ১৩ বছর পূর্বে চুনারুঘাট ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ওই সম্মেলনে মোস্তাফিজুর রহমান রিপনকে সভাপতি ও সাইফুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই দুইজন দীর্ঘদিন সে পদ দাবড়িয়ে বেড়ান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বার কয়েক ছাত্রলীগের কমিটি গঠনের চেষ্ঠা চালানো হয়, কিন্তু নানা জটিলতার কারনে ছাত্রলীগের জন্য নতুন কমিটি উপহার দেয়া সম্ভব হয়নি। ২০১২ সালের ১৫ এপ্রিল চুনারুঘাট পৌর ছাত্রলীগের একটি আহবায়ক কমিটি উপহার দেয়া হলে ওই কমিটিতে সুহেল আরমানকে আহবায়ক করা হয়। সুহেল আরমানের ছাত্রত্ব না থাকার কারনে ২০১৫ সালের ১৬ এপ্রিল সেই আহবায়ক কমিটিও বিলুপ্ত ঘোষনা করে জেলা ছাত্রলীগ। এসব কারনে চুনারুঘাট ছাত্রলীগ নেতৃত্বহীন হয়ে পড়ে। চুনারুঘাট ছাত্রলীগে প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনতে ২০১৫ সালের ২১ জুলাই চুনারুঘাট ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে শক্তিশালী একটি কমিটি উপহার দেয়া হবে এমন প্রত্যাশা ছিলো ছাত্রলীগের নেতা-কর্মীদের। কিন্তু জেলা নেতৃবৃন্দ ওই সম্মেলন থেকে কোন কমিটি উপহার দিতে পারেন নি। জেলা নেতৃবৃন্দ পরবর্তীতে যে কোন সময় ছাত্রলীগের কমিটি উপহার দিবেন-এ কথা বলে সম্মেলন সমাপ্ত করেন। প্রায় ১৮ মাস পেরিয়ে গেছে। কিন্তু অদ্যাবদি চুনারুঘাট ছাত্রলীগের কমিটি গঠন করা সম্ভব হয়ে উঠছেনা। এতে করে ছাত্রলীগে চরম শুন্যতা দেখা দিয়েছে। এলোমেলো হয়ে পড়েছে ঐতিহ্যবাহি ওই সংগঠনের নেতৃত্ব। এতে করে যেমন বাড়ছে হতাশা তেমনি দেখা দিয়েছে ক্ষোভ। তবে সাধারণ ছাত্ররা যত তাড়াতাড়ি সম্ভব চুনারুঘাটে শক্তিশালী একটি কমিটি পাবেন-সে প্রত্যাশা লালন করে চলেছেন দীর্ঘদিন থেকে। সাধারন ছাত্ররা জানান, চুনারুঘাট পৌর ছাত্রলীগের আহবায়ক সুহেল আরমান ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা দেয়ার পর থেকেই মুলত কমিটি গঠনে টানাপোড়েন চলছে। সংগঠনের নিয়ম অনুযায়ী কোন অছাত্র কমিটিতে স্থান পাবে না। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকিদুল ইসলামের মতামত জানতে চাইলে তিনি মোবাইলে কোন কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সুহেল আরমান বলেন, অচিরেই ঘোষনা করা হবে চুনারুঘাট ছাত্রলীগের কমিটি।