Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রথম নয়, চতুর্থ দেখায় প্রেম হয়

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রথম দেখায় প্রেম-এ কথাটি একদমই মিথ্যা। কারো হৃদয়ে আসন গাঁড়তে অন্তত চারবার দেখা করা প্রয়োজন। অর্থাৎ চতুর্থ দেখায় প্রেম হয়। বিষয়টি একটু অবাক করার মতো হলেও সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, একাধিকবার দেখার পরই প্রেমে মত দেন প্রেমিক বা প্রেমিকা। পরিণত হন একক সত্ত্বায়। নিউইয়র্ক হ্যামিল্টন কলেজের মনোবিজ্ঞানী রবি থিরুচেসেলভাম ডেইলি স্টারকে বলেন, প্রথম দেখায় একে অপরের প্রতি হালকা ভালো লাগা তৈরি হয়। এরপর যতই দেখা হয়, ততই একে অন্যের প্রতি মুগ্ধতা বাড়ে। তাতে কথা হোক আর না হোক।
গবেষণায় একদল তরুণ-তরুণী অংশ নেন। যাদের আগে থেকে পরিচয় ছিল না। তাদেরকে প্রথমে একবার একে অপরের ছবি দেখানো হয় এবং মনোভাব যাচাই করা হয়। এতে কেউ কারো প্রতি তেমন আকর্ষণ বোধ করেননি। কিন্তু দ্বিতীয়বার দেখালে একটু আকর্ষণ অনুভব করেন। তৃতীয়বার এর মাত্রা বাড়ে। চতুর্থবারে তা শক্তিশালী পর্যায়ে পৌঁছায়।
সূত্র: আরটিভি অনলাইন