Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২৫ জন আহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ও সদর উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে পুলিশ, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারি ও মহিলা আনসার সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ ঘটনা শহরে কুকুর আতংক বিরাজ করছে। গত রবিবার সকাল থেকে রাত পর্যন্ত এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, সকালে কুমারী পুজা দেখতে যায় আরকে মিশনের ডিবি পুলিশ জাহির (৩০), দর্শনার্থী মন্নান (২৮), নুরুল হক (৮), শাকিলা (১৫), মনি (৭), নার্গিস (১৮) ও রূপা (১০)। এ সময় কয়েকটি বেওয়ারিশ কুকুর তাদেরকে কামড়ালে তারা আহত হয়। এ ছাড়া বিকালে কালিবাড়ি মন্দিরে পুজা দেখতে যায় মুন্না (৮), সঞ্জিব (৩০), রাজু (২৩), কাজল (২৩), জয়নাল (২৫), উজ্জল (১৩), হারুন মিয়া (১০), রেজিয়া (১৭), পলাশ (২২), প্রতিবন্ধী ভিক্ষুক দরবেশ আলী (৩০), কালা মিয়া (৫০), উজ্জল আহমেদ (২৫), গউছ উদ্দিন (৪০), ডিসি অফিসের কর্মচারি ইকবাল (৩০), চাঁন মিয়া (৪০) ও আলা উদ্দিন (২৫) কে বেওয়ারিশ কুকুর কামড়ালে তারা আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানায়, দীর্ঘদিন ধরে শহরে বেওয়ারিশ কুকুরের বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ কিছু বেওয়ারিশ কুকুর নিধন করলেও আবারো বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে।