Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শারদীয় দুর্গোৎসবে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতির পরিষদের বস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ জগতের সকল নারী মা দুর্গারই অন্য রূপ-এ বিশ্বাসকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাষষ্ঠীর পূণ্যলগ্নে স্থানীয় শ্রীরামকৃষ্ণ আশ্রমে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ হবিগঞ্জ শাখার উদ্যোগে ৮১ জন দুঃস্থ মায়ের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে পরিষদের সভাপতি প্রভাষক গৌর শংকর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় রায়ের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রী রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী সচিব অসীম চন্দ্র বণিক, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব, রোটারিয়ান বাদল চৌধুরী, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, ডাঃ অসিত রঞ্জন দাস, পরিষদের উপদেষ্টা অজিত কুমার পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ অহীন্দ্র দত্ত চৌধুরী প্রমূখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব, মঙ্গল রায়, সাবেক সাধারণ সম্পাদক নারায়ন পাল, আহাবায়ক রনি ঘোষ, সহ-সভাপতি দিবাকর পাল, শুভজিৎ দেব শাওন, সারদা সংঘের সভাপতি দীপ্তি মোদক প্রমূখ।