Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কাপ্তান মিয়ার বিরুদ্ধে এ.ডি.এম এর মামলা দায়ের

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র কাপ্তান মিয়া (৪৮) এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। গত ২৮ সেপ্টেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (কগ-৫) দায়েরকৃত মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, আসামী কাপ্তান মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জের মিনাজপুর গ্রামের হাজী আব্দুল মজিদের পুত্র আব্দুল কাইয়ুম আদালতে কার্যবিধি ১৪৪ ধারায় মামলা দায়ের (মিস মামলা নং-৭১/১০ইং নবীগঞ্জ) করেন। মামলার শুনানী শেষে ২০১০ সনের ১১ এপ্রিল আসামী কাপ্তান মিয়ার বিরুদ্ধে প্রসিডিংয়ের আদেশ দেয়া হয়। এদিকে ২০১৪ সালের ১৯ ফেব্র“য়ারি কাপ্তান মিয়া তার বিরুদ্ধে প্রদত্ত উক্ত আদেশ অমান্য করে মিস মোকদ্দমার নালিশা ভূমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায়। আব্দুল কাইয়ুম নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গেলে কাপ্তান মিয়া পালিয়ে যায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরজীতে আরো উল্লেখ করেন, আব্দুল কাইয়ুম বিগত ২০১৪ সনের ২০ ফেব্র“য়ারী আদালতে (এডিএম) আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানালে তিনি তদন্তের আদেশ দেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন আসামী কাপ্তান মিয়ার বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উক্ত মামলা দায়ের করেন।