Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ত্রিপল মার্ডার ॥ খুনীদের ফাঁসির দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের বীরসিংহপাড়া গ্রামে মা মেয়ে সহ ৩ খুনের ঘটনায় পুলিশী তৎপরতা না থাকার প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। গতকাল শুক্রবার বাদ জুমা উপজেলার বীরসিংহপাড়ায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিপুল সংখ্যক জনতা একত্রিত হয়ে সুপরিকল্পিত হত্যাকাণ্ডের খুনীদের ফাঁিসর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে নিহত শিমুলের পিতা আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন, সফিকুল ইসলাম সর্দার, ফুল মিয়া, আব্দুর রশিদ, বাবলু মিয়া, আবু কালাম, নিহত জাহানারা বেগমের পিতা আবু শ্যামা, নিহত শারমিনের পিতা ও জাহানারার স্বামী গিয়াস উদ্দিন প্রমুখ। বক্তারা খুনীদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করাসহ খুনিদের ফাঁসির দাবি জানান। উল্লেখ্য যে, গত ২৩ আগষ্ট সন্ধ্যায় মাগরিবের নামাযের সময় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহপাড়া গ্রামের প্রবাসি গিয়াস উদ্দিনের ঘরে প্রবেশ করে তার ছোট ভাই শাহ আলম ওরপে তাহের উদ্দিন ও তার লোকজন গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম, কন্যা শারমিন আক্তার ও শিশু ছেলে সুজাত মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। এর ঘন্টাখানেক পর পার্শ্ববর্তী আঃ আলীমের ছেলে শিমুল মিয়াকে বাড়ির পাশে রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে আহত করে। ঘটনাস্থলেই জাহানারার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কন্যা শারমিন আক্তার ও প্রতিবেশি শিমুলকে ডাক্তার মৃত ঘোষনা করেন। শিশু ছেলে সুজাত গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই বলে প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন।