Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ভক্সিং খেলোয়ার বাছাই ও প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তৃণমূল পর্যায়ে বক্সিং খেলোয়ার বাছাই ও বাছাইকৃত খেলোয়াড়দের ৭দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও অ্যামেচার বক্সিং ফেডারেশনের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, এনডিসি একরামুল ছিদ্দিক, সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও প্রশিক্ষক জুলফিকার আহমেদ। বাছাই কার্যক্রমে শতাধিক খেলোয়াড়ের মাঝে ৮ জন পুরুষ ও ৮জন মহিলা খেলোয়াড়কে বাছাই করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ শেষে সেরা খেলোয়াড়দেরকে নিয়ে ঢাকায় দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।